STORYMIRROR

বকবক আকাশ

Classics

3  

বকবক আকাশ

Classics

পুরুষ

পুরুষ

1 min
384

পুরুষ যখন আলাপচারী

গায়ে পরা সে, প্রেমভিখারী!

আর যদি হও স্বল্পভাষী

নও মিশুকে, অহংকারী!


পুরুষ যখন মিতব্যয়ী,

আসলে দেওয়ার মনটা নাই !

আর যদি হও কল্পতরু

সকলে কেন বেলাও ভাই?


পুরুষ যখন আবেগপ্রিয়

বড্ড ন্যাকা! অসহনীয়!

আর যদি হও নিরস, সাদা

কেন যে তুমি নও রোমিও!


পুরুষ যখন স্পষ্টকথন,

নাটকীয় চাই প্রেমনিবেদন!

আর যদি হও প্রেমিকপ্রবন

গায়ে পরা খুব, নেই প্রয়োজন!


পুরুষ যখন উচ্চাভিলাষ

ভালোবাসবার কই অবকাশ!

আর যদি হও স্বল্পে সুখী

যোগ্যতাহীন বলে উপহাস!


পুরুষ যখন অঙ্গে পুরুষ

হৃদয় তখন খোঁজো !

পুরুষ যখন প্রকৃত পুরুষ

কদর কি তার বোঝো?


Rate this content
Log in

Similar bengali poem from Classics