হোক আবার যুদ্ধজয়
হোক আবার যুদ্ধজয়
ঝঞ্ঝা, প্রলয়, মৃত্যুর ভয়
নতুন তো নয়, নতুন তো নয় ;
রোগ, মহামারী, জীবনের ক্ষয়
নতুন তো নয়, নতুন তো নয় ;
মানুষ দেখেছে,স্মৃতিতে রেখেছে
লড়াই করে বাঁচতে শিখেছে
কুরবানে প্রাণ, বাঁচিয়েছে জান
যুদ্ধ করেছে জয় !
আজও একবার, ফিরে দেখবার
সেই যুদ্ধের ইতিহাস ;
আজও একবার, হাত সব্বার
ধরে রুখবো সর্বনাশ !
বন্যা, ক্ষরা, সুনামি, তুফান
ফনি, বুলবুল বা আমফান
রাঙিয়েছে চোখ, অসুর সমান
কেড়েছ, ভেঙেছে, ছিনিয়েছে প্রাণ !
কখনো নিধন সহস্র জান
আজানা রোগের বিষ করে পান।
তবুও লড়েছে, মানুষই পেরেছে
এক হয়ে করা যুদ্ধাবসান !
আজও একবার, ফিরে দেখবার
সেই যুদ্ধের ইতিহাস ;
আজও একবার, হাত সব্বার
ধরে রুখবো সর্বনাশ।