STORYMIRROR

বকবক আকাশ

Abstract Comedy

2  

বকবক আকাশ

Abstract Comedy

করোনা

করোনা

1 min
911

কলিতে এমন শুনছি হবে

পৃথিবী পাপে ডুববে যবে

পরিত্রাতা আসবে তবে

শুদ্ধিকরণ করতে ভবে।


বিধাতা ছিলেন ব্যস্ত কাজে

অথবা ছিলেন লুকিয়ে লাজে

আজকে বোধহয় নতুন সাজে

আবির্ভুত সবার মাঝে।


পশু বা মানব রূপ ধরা মানা

সেই মেকওভার সকলের জানা

তাইতো বোধয় দিয়েছে হানা

সেজে ভাইরাস, নাম corona !


বিশ্বজুড়ে থরোহরি কাঁপ

তবে কী লিমিট ছাড়িয়েছে পাপ?

এতো নয় রোগ, এ যে অভিশাপ !

শুধু মৃত্যুতে সাত খুন মাফ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract