প্রতিশ্রুতির রং
প্রতিশ্রুতির রং


দীর্ঘশ্বাসের রং কি হয় জানিস?
না যদি জানিস তবে সন্ধান দিবি আমায় সেই আগুনপাখির...
যে আগুনপাখির প্রতিটি পালকে লেগে আছে প্রতিবাদের রং....
তার ঠোঁট থেকে ছুটে আসা একটু স্ফুলিঙ্গ দিস আমায়....
কথা দিচ্ছি পুড়িয়ে দেব প্রবঞ্চক হৃদয়...
তারপর এক আকাশ, অনুতাপের ধোঁয়া উঠুক,
ঝরে পড়ুক বৃষ্টি হয়ে তোর শরীরে ,
ক্ষমাপ্রত্যাশী মেঘের দল... মুছিয়ে দিক ও ঠোঁটের নষ্ট ভাষা।
আমি নিশ্চিত তুই বুঝে যাবি শেষ বিকেলের আলোয়,
অনুশোচনার রং কি.... তারপর না হয়, ছুঁয়ে দিস পরশপাথর...
কে বলতে পারে, সে ছোঁয়া পেয়ে,
মৃত বলে ভাবা গাছটাও মুকুল ছড়িয়ে ঘোষণা করবে না বিজয়ীর প্রাণস্পন্দন....
দেখিয়ে তোকে প্রতিশ্রুতির রং.....