প্রতিরোধ
প্রতিরোধ
কোথায় সত্য, কোথায় আসল আজ এই দুনিয়ায়;
কোথায় সতেজ, কোথায় টাটকা, নতুনেরে পাওয়া দায় |
সবই গেছে পড়ে মিথ্যা আর ভেজালের ভারে নুয়ে,
গন্ধপূর্ণ বাসি খাবারে বাজার গিয়াছে ছেয়ে |
রোগভারে ভুগে রোগী যে হয়েছে আজ মুমূর্ষু প্রায়,
ভেজাল ওষুধের কোপে পড়ে প্রাণ বাঁচানোটা দায় |
খাদ্যাভাবে আজকে সকলে হয়েছে স্বাস্থ্যহারা,
ভগ্ন দেহে নেই মনোবল, সাহস, প্ৰতিবাদকরা |
চলছে যেমন চলছে চলুক, বেশ তো সময় কাটে;
হোমড়া-চোমড়া ব্যক্তিরা কত নতুন ফন্দি আঁটে |
গরিবের পেটে তিলে তিলে বিষ প্রবেশ করিয়ে আজ,
রুগ্ন, ভগ্ন রেখে তাকে তারা করায় নিজের কাজ |
একমুঠো দুটো মিশ্রিত দানা খাদ্য কণায় পেতে,
দিবারাত তারা অবিরাম খাটে, উপহাস মাথা পেতে |
শক্তি কোথায় রুখে দাঁড়াবার শোষণের প্রতিবাদে,
হতাশায় ভরা মনটি, কারণ পেটেতে রয়েছে খিদে |
তবুও স্তব্ধ মুখের ভাষা, স্তব্ধ সরল হৃদয়;
বিরোধিতা তারা জানেনা না, জানে প্রভুরে করিতে ভয় |
কিন্তু যারা আদেশ বলে করিয়ে নিচ্ছে কাজ,
দয়া মায়া কি ভগবান তাদের কেড়ে নিয়েছেন আজ |
তারা কি হয় না সমদূখে দুখী, ব্যথিত সম ব্যথায়;
কষ্ট দেখেও বিগলিত কি হয় না তাদের হৃদয় |
কঠিন, কঠোর, পাষান হয়েই শোষণ করিতে তারা;
এসেছে হেথায় লুটেপুটে নিতে, গরীবেরে দিতে কারা |
দিয়েছে পড়িয়ে লোহার শিকল গরিব দুখীর হাতে,
করেছে বন্দি, অধীন করেছে স্বার্থসিদ্ধি সাথে |
বহুদিন এই অত্যাচার কিন্তু চলে না অপর 'পরে,
ভাঙ্গবেই এই শৃঙ্খল তারা, প্রতিবাদে সোচ্চারে |
আনবেই তারা নিজের জগৎ হয়েই কর্ম প্রবন,
গড়বে তারা নতুন সমাজ, আনবে নতুন জীবন |
