STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

প্রতীক্ষা

প্রতীক্ষা

1 min
303


ঋতুচক্রে এখন বর্ষাকাল ;

মুষলধারায় বৃষ্টি নামার কথা,

পথ প্রান্তর দিকচক্রবাল ;

জীমূৎ মন্ত্রে দীক্ষিত বনলতা ।

উপেক্ষিত কাব্যের রসধারা ;

আষাঢ়ে যদি নামে শ্রাবণসন্ধ্যা,

শব্দগুলো আজিকে দিশাহারা ;

অপেক্ষায় রয় ফুটতে রজনীগন্ধা ।

করুণচিত্তে বিস্মিত মেঘদূত ;

শ্যামলবদনী ধরণীতে মেলি' আঁখি,

বর্তমান নিমেষমাত্রে ভুত ;

অতি গর্জন ভবিষ্যতের ফাঁকি ।

প্রতীক্ষারত মেঘেদের আহ্বান ;

দিক নির্দেশ তর্জনী নিশানায় ;

অপেক্ষারা সময়ের জয়গান ;

মরুবক্ষে কদাপি তৃষা নাই।



Rate this content
Log in

Similar bengali poem from Classics