প্রতিবেদন
প্রতিবেদন


বলিহারি তোমাদের
যা খুশি বলতে পার—
হোক বা না হোক নাই সে বালাই।
কথা দিয়ে আশার বান বইয়ে দাও
হাততালিতে পকেট ভারি কর—
মুখে অনেক অঙ্গীকার, কর্মসূচীর তালিকা
ডাইরিতে লিপিবদ্ধ করে শোনাও মঞ্চে
তার যে সংখ্যা অনেক—
নিরাশ্রয়কে আশ্রয় দিতে চাও বুঝি
ফুটপাত হতে তাড়িয়ে অন্য কোথাও নিয়ে।
দফায় দফায় থোকা থোকা কর্মসূচী
ঝোলানো থাকে—
তারপর ডাইরির মাঝে শুকিয়ে যায়
পুনরপি নতুন কর্মসূচী।
ও খেলা বাতিল কর
এবার নতুন পথে চলার সংকল্প গ্রহন করো—
যেখানে কর্মসূচী তৈরীর ঝামেলা নেই
বৃথা মিথ্যা অঙ্গীকার নয়, কর্ম করে
কৃতকর্মের তালিকা তৈরী করো।