প্রতিবাদ
প্রতিবাদ
ইচ্ছে হলেই লিখতে পারি সুন্দর কথার কাব্য
কি লাভ বল ? হবো কি আমরা সভ্য ?
স্বভাব যখন অসভ্যতা- তারা কি আর পাল্টায়
ইচ্ছে করে কষে মারি চড় তাদের গালটায় ।
রাজনীতির এই নোংরা খেলায় আমরা কেন বন্দী ?
মাস্তানি আর বোমাবাজির ঝলকানিতে নিত্য করি সন্ধি ।
স্বাভাবিক জীবনের নাই নিরাপত্তা, শুধু অস্থিরতা ।
চাপা কান্নায় মানুষের মাঝে সমাধির নীরবতা ।
স্বার্থের চালে রাজনীতি চলে, আমরা তারই বলি ।
সুশাসন গেছে দূর ভাগাড়ে, মৃত্যুর হাত ধরে চলি ।
কোথাও দেখিনি মানুষের সাথে মানুষের এহেন নীতি ।
বলতে পারিনা, মানতে পারিনা ,এই নরকের ভীতি ।
আর মুখ বুজে নয়, বন্ধুরা মোর গর্জে ওঠ সবে ।
পশু নই মোরা, মানুষের মত বাঁচতে দিতে হবে ।
মরতে চাইনা পেট্রোলে পুড়ে , বুলেটে কিংবা বোমে
স্বাভাবিকতার আলিঙ্গন চাই শীতল শান্তির ঘুমে ।
আমরা বিদ্রোহী নইকো কখন, আমজনতার দল
ভুলে যান কেন জনতাই হলো শ্রেষ্ঠ বাহুবল।
জীবিকার টানে বাঁচার তাগিদে পথে আসবো নেমে ।
আগ্রাসী রাক্ষসরা সব ভয়েই যাবে থেমে।
বন্দুক নয়, নয় কোন বোমা , জেগে উঠো প্রতিবাদ
আমরা জনতা ,আমরাই জয়ী হব, প্রতিবাদ জিন্দাবাদ।
