STORYMIRROR

Abhijit Halder

Classics Fantasy Inspirational

3  

Abhijit Halder

Classics Fantasy Inspirational

পৃথিবীর চোখ

পৃথিবীর চোখ

1 min
320

কাছে দূরে কেবলি মানব,স্বপ্ন;

হৃদয় গহ্বরে চেতনার শব্দ

শহর,নগর, বন্দর অবসাদ

মানুষ সর্বদা গ্লানির দাস,

মরুভূমিতে ঠেকে গেছে জীবন

মৃত্যু,জন্ম, ক্ষয় ,প্রেম

তবু মুখোশ ছিল মানুষের মুখে

এ পৃথিবীর চোখ ব্যতিক্রমের দিকে।


কঠিন এ-সব শূন্যতা

বাস্তবের রেখাজাল মহিমা;

একটি দেশ ব্যর্থ অবিচল

মানবের অসহায়তায়:-

অবশেষে মাটিতে মিশে গেছে চোখ

বুকের উপর শুকনো মনের ঘ্রাণ;



এখনো কি ভাবি?

যে দিনের নিসর্গের হৃদয়ে

পৃথিবীর চোখ নিঃসঙ্গ হয়ে

মানুষে মানুষের ভিড়

শেষ রাতের আদিম কালে।

আর নেই; সে কি কেউ

উল্কার পতনের আলো

বুকে করে আগলে রাখে।।


   




Rate this content
Log in

Similar bengali poem from Classics