STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

প্রশ্ন

প্রশ্ন

1 min
300

আজ দিনের কাছে প্রশ্ন নিয়ে

এলো হঠাৎ রাত

বলে এসে শোনো শোনো

ও ভাই সুপ্রভাত ।

রাত বলে দিন তুমি

রঙিন থাকো কেমন

আমি থাকি অন্ধকারে

খারাপ করে মন ।

তুমি পাও রামধনু রং

আলোর সমাহার

আমি পাই নিকষ কালো

অনন্ত আধার ।

তখন দিনও বলে তুমিও পাও

পূর্ণিমারই চাঁদ

অতল সৌন্দর্য হয় তখন

তোমারও সেই রাত ।

পাইনা আমি তোমার মত

পূর্ণিমারই আলো

আমিও ভাবি তুমি আছো

আমার থেকেও ভালো ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics