STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

প্রকল্প নয় মর্যাদা চাই

প্রকল্প নয় মর্যাদা চাই

1 min
225

আশ্বিনের ঝড়ে ধান শুয়ে গেছে মাঠে

ওই কটা সারা বছরের জিয়ন কাঠি

বাঁচাতে হবে,যেন না মরে বেঁচে থাকে

যা পর্যাপ্ত নেই তা দিতে হবে

জনস্বার্থে জনগণের সেবায়

প্রকল্প গঠন করে।

সেবা পরম ধর্ম তাই তা জনগণমন।

অবশ্য যা একেবারেই নেই

তা দেওয়ার চেষ্টা করা যাবে না।

তা পেয়ে যদি আর কোনদিন নুইয়ে না পরে,

দৃঢ়চেতা হয়ে দাঁড়িয়ে থাকে

মেরুদণ্ড পেলেই তেড়ে আসবে,

বলবে,প্রকল্প নয় মর্যাদা চাই।


Rate this content
Log in

Similar bengali poem from Classics