প্রিয়তমার প্রতি(1)
প্রিয়তমার প্রতি(1)
হায়রে! আমার প্রিয়তমা
আজ তবে, তুমি ছেড়ে গেলে আমাকে;
এত কাছে ছিলে তুমি আমার
তবুও পারলাম না তোমায় বাঁধতে।।
সেই উজ্জ্বল দৃষ্টি তোমার
যা আগেও ছিল, আজও আছে তোমার সাথে;
আর বুকের মাঝে আগুন জ্বলে ওঠে তা দেখে
আজ এই নিস্পন্দ নিরপরাধ রাতে।।
কত ডাকলাম তোমায় অজানা নামে
তাই বুঝি সাড়া দিলে না সেই ডাকে;
তোমারই জন্য চেয়ে থাকি সারাক্ষণ
আর কবিতা লিখে যাই তারই ফাঁকে ফাঁকে।।
আজও চেয়েছিলাম তোমায় দেখবো বলে
কিন্তু আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে;
প্রাণের প্রিয় বন্ধুকে না জানিয়ে
কোন অভিলাষ পূরনে আজ তবে ছুটলে।।
তোমার দীর্ঘ ভ্রমণের সঙ্গী হব আজ
এই ছিল আমার মনের আশা;
কোনো উত্তর যে তুমি দাওনি আমায়
তাই মন খুঁজে পেয়েছে এক গভীর নিরাশা।।