পরিবেশ দিবসের নিবেদন
পরিবেশ দিবসের নিবেদন


পরিবেশ দিবসে নিবেদন
চনমনে সবে বিশ্ব পরিবেশ দিবসে,
লাগায় গাছ বন সৃজনে সর্বজনে;
হেথাহোথা সবখানে।
মনে থাকে যেন একথা রাত্রিপানে,
বন্ধ করতে হবে চোরাচালান বনে;
সবে মিলে একসঙ্গে।
অবিচারে মোরা যখন অতিষ্ঠ হয়ে উঠি,
দেওয়ালে নিজের মাথা নিজেই ঠুকি;
ভুলে যাই ক্ষয়ক্ষতি।
অবিচার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পৃথিবী,
আনছে একের এক আমফান,নিসর্গ,গতি;
করছে নিজের ক্ষতি।
বন্ধহোক পৃথিবীর উপর সবরকম অত্যাচার,
পৃথিবীকে বাঁচতে দাও নিজের মতো আবার;
তাই হোক মোদের সাধন।
শুভ সন্ধিক্ষণে করজোড়ে করি আমি নিবেদন,
ভেদাভেদ ভুলি মিলেমিশে হও সবে আগুয়ান;
পরিবেশ বাঁচাতে সপি মনপ্রাণ।