প্রেমের পাখি
প্রেমের পাখি
যতই হোক না রাত্রি কালো,
দেখব এবার নতুন ভোরের আলো,
আমি হার না মানা ছোট্ট পাখি,
মেলেছি আজ ডানা,
এখনো আকাশটা ছোঁয়া বাকি।
কতবার উড়তে গিয়ে পড়েছি আমি মাটির বুকে,
আবার আমি সাহসী হয়ে দাঁড়িয়েছি রুখে।
মানবোনা আমি পরাজয়,
যতই আসুকনা বিপর্যয়,
মনকে আবার শক্ত করে,
উড়বো আমি ছুঁতে ওই আকাশ টাকে।
মেঘের ভেলায় ভেসে আমি ঘুরবো এখান ওখান,
যেখানেতে আছে প্রেম যাবো আমি সেখান।
ক্ষনিকের এই জীবনখানি ঈশ্বরেরই দান,
ভালবাসা দিয়ে রাখবো আমি তাঁর মান।
স্নেহের স্পর্শে ভরাবো সবার আঁখি,
আমি হবো হার না মানা প্রেমের পাখি।
