প্রেমের অনুভবে
প্রেমের অনুভবে
প্রথম যেদিন প্রেমের ছোঁয়া প্রাণে,
অনুভবে, আলোড়নে;
ঝলক চোখের কোণে,
খুশির সাগরে উথাল জোয়ার টানে,
যত্ন করে সাজিয়েছি প্রাণ, প্রাণের সংগোপনে।
বিদ্যুৎ রেখা দূর দিগন্ত জুড়ে,
চমক তেপান্তরে,
আলোকিত অন্তরে
জীবনের জ্যোতি জাগলো নতুন করে।
লক্ষ্যপথে নিরাপত্তা পেয়ে যায় ভবঘুরে।
সুকোমল মনে জাগ্রত হবে মানবিক চেতনা,
অদ্ভুত ঘটনা,
স্নেহময় তুলনা;
জ্ঞানের পরিধি বিস্তৃত করে মহৎ ধারণা।
নিষ্ঠার সাথে বিস্ময় পথে দূরীভূত যাতনা।
অন্ধকারের আঁচলে ঢাকা যতেক সংস্কার,
করে দাও প্রতিকার,
নিও না বিচার ভার;
ক্ষমতার বলে একে অন্যের করো না তিরস্কার।
আঁধারের কালো দূরীভূত হবে, শুভাশিস জোছনার।

