প্রেম এবং তুমি
প্রেম এবং তুমি
ঠকে শিখেছ তুমি ; ঠেকে পাঠিয়ে আমারে ,
আসলে ঠকে সবাই ; কেউ সূচনায় কেউ উপসংহারে।
শিমূলতলায় খেজুর গাছের সারি,
মালিক যে তার একটি পুরুষ ; অন্যটি এক নারী ।
জীবন যেভাবে চলে ;
কখনো টিলায় , কখনো ঢালে , কখনো বা সমতলে ।
ঠকে মোহনায় এসে ,
দেহে মনে মাখে বাসন্তী রঙ উভয়কে ভালবেসে ।
দিনের শেষে নারীই সাজে রাণী,
পুরুষের গতি দমকা হাওয়ায় উড্ডীন গীতা বাণী ।
ঠকে না পুরুষ কালপুরুষের দ্বারে ,
গোপিজন মাঝে বসন লুকিয়ে আড়চোখে দেখে যারে ।
ঠকে নারী চিরকাল যুগ যুগান্তরে,
প্রেমের ছলনে চলনে বলনে বমন যেমন করে ।
তোমার প্রেমে আমি জীবন্মৃত প্রায়,
তথাপি এ মন এই হৃদয়খানি শুধু তোমাকেই চায় ।
একদিন যাব চলে সকল মায়া ছেড়ে,
রয়ে যাবে প্রেম তোমার বুকে পারবে না কেউ নিতে কেড়ে।
জ্বলে পুড়ে খাক হবে আহ্বান তার ,
তোমার আমার এই ভালবাসা অন্তরের অভিসার।

