STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

প্রেম চলে গেছে

প্রেম চলে গেছে

1 min
380

প্ৰেম চলে গেছে,রেখে গেছে কিছু স্মৃতি,কিছু মিথ্যা অভিনয়।

ভেবেছিলাম সাড়াটা জীবন প্রেমের হাত ধরেই কাটাবো।

কিন্তু সেটুকুও আর হলোনা..।

ভাল লাগা, ভাল থাকার অনুভূতিরা হারিয়ে যাচ্ছে সূদুরে।

এক অসীম শূন্যতা,নির্মমতা গ্রাস করে নিচ্ছে আমায়।


চোখের আড়ালে মনকে লুকিয়ে মিথ্যে ভালো থাকার কথা ভাবতেই জল ভরা চোখে, কেঁদে ওঠে মন।

কেমন যেন একটা বেদনার হাওয়া, বয়ে চলছে

বুকের ভেতর, দুমড়ে মুচড়ে লন্ড ভন্ড করে

দিচ্ছে আমার সব.. সবকিছু ।

বেদনা গুলো ব্যথার পাহাড় গড়ে, দুঃখ গুলো

বেদনার হাত ধরে, ভাল লাগা গুলো শূন্যতায়।


দেখেছি তোমার অপমানে ভরা বা অবহেলায় মোড়া চোখের কর্কশ চাহনি।

তোমার সেই চোখেই আবার প্রেমের ঝর্ণা বয়,

এ কেমন ছলনার অভিনয় করে গেলে তুমি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy