প্রেম আমার
প্রেম আমার
অমর পিয়াসী আমি তোমার,
ছিলাম....চিরদিনই রব,
উষ্ণতার জোয়ারে ভাসিয়ে
তোমায়....প্রাণের কথা কব।
না হলে বা তুমি উদ্দীপিত,থাকলে নির্বিকার,
প্রেম কখনও কি অপেক্ষা করে, যার তরে হয়
তার......
বেলাভূমি তো চিরদিনই নির্বিকারই রয়,
তা বলে কি সমুদ্রের ভালোবাসা কম হয়?
পুঞ্জীভূত প্রেম বুকে নিয়ে আছ
ড়ে পড়ে
বেলাভূমিতে,
থাকুক না সে যতই নীরব,প্রেম কি কমে তাতে?
যুগ থেকে যুগান্তর, প্রেমাঞ্জলী দিয়েই যায়,
তবুও সাগরের এতটুকুও প্রেম না কমে হায়....
হয়তো বা বেলাভূমিও উপভোগ করে তা,
তাই সেও নীরব থেকে বুকে নেয় যত উষ্ণতা...
নাই বা হোলে পথের সাথী, নাই বা রলে পাশে,
সুবাসিত হোক মোর দিনরাত,তব প্রেমসুবাসে....