STORYMIRROR

Sudeepa Mondal

Classics

3  

Sudeepa Mondal

Classics

প্রবাসী/ শারদ সংখ্যা

প্রবাসী/ শারদ সংখ্যা

1 min
314

বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে

আমি দূর প্রবাসে পরে রই।

তোমরা আমায় ভেবো না পর

আমি তোমাদের মাঝে রই।

সময়ের স্রোত গেছে পেরিয়ে 

স্মৃতিতে জমেছে ধূলো

তবুও তারা যায়নি হারিয়ে 

শুধু রয়েছে এলোমেলো।


কতোদিন হলো হয়নি দেখা

আমার বাংলার পথঘাট

রাঙামাটি আর সোনালী ধানের

সেই দিগন্তজোড়া মাঠ।

আজো কানে ভাসে বাউলের সুর

কালবৈশাখীর তপ্ত দুপুর

বাজে তার পায়ের রূপালী নূপুর 

সকাল সন্ধ্যে বেলায়।


ভুলিনি তোমায় জন্মভূমি,রয়েছো মনের মাঝে

অদৃশ্য ডোরে বাঁধা আছো তুমি নিত্য দিনের কাজে।

আমার গ্রামটি হাতছানি দিয়ে আজো আমার ডাকে

আমার ভারত উঁকি দিয়ে যায় স্মৃতির পাতার ফাঁকে।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics