STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics Fantasy

3  

Sipra Debnath

Abstract Classics Fantasy

প্রবাসে

প্রবাসে

1 min
305

এইতো সেদিনএসেছিলাম,

প্রবাসীর মত এই ধরা তলে,

বাক্যহীন যবে রিক্ত হাতে ভবে,

পরিচয়বিহীন সম্বল লয়ে ক্রন্দন!

জানিনা কি করে আজ সেথা,

মানুষ বুঝিয়া লয় মম হৃদয়গাঁথা,

কেমন করিয়া নাজানি সকলের প্রীতি

লইছে টানিয়া মম অন্তর প্রেমগীতি।

কন্ঠ হইতে উজাড় করিয়া দিবো সব দানিয়া,

রাখিবো না পিছু অবশেষ কোন কিছু।

হে ভুবননাথ ভুবন মাঝে দিয়েছো স্থান,

পুজা শেষে তাই অঞ্জলি দিতেছি মন প্রাণ,

তব পদপ্রান্তে প্রত্যহ যা কিছু আমার দিবো,

লুটায়ে পেতে আনন্দ সব কাব্যগীতি ছন্দ,

দিবস শেষে তব সাথে নেবে সবে ভালবেসে,

মনে আছে এই আশাখানি গভীর বিশ্বাসে,

রেখো নতুন প্রবাসে তব প্রেমডোর প্রভাসে!

নব এই প্রবাসে নব নব লোক যায় আসে,

বাঁধিবে তারা আজিকে আমায় প্রেমালোকে। 

প্রস্ফুটিত হয়ে বিকশিত হব আমি নতুন ভুবনে,

কত নব নব ফুলদলে প্রেমের আকর্ষণে,

নিগূঢ় রস মধু ক্ষরে মম অন্তর বিলাশে,

অক্ষয় হয়ে রয়ে যাবে নব নব রসে।

ছুটিয়া আসিবে বাহির হয়ে অন্তহীন প্রাণে

বিশ্ব নিখিল উদ্ভাসিত তব প্রেম আহবানে!

রেখে যাব কত শত নব জীবনের গন্ধ,

অমরতার বিশাল সিন্ধুতে অন্ধ সংকীর্ণ 

হয়ে রয়ে যতে একি পৃথিবী মাঝে লয়ে শুধু 

একই রূপ বাঁচিয়া থাকিতে কেবা চাহে

এঁকে রেখে যাব এ ভুবন জুড়ে বিকাশ বর্ণ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract