STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

পরাজয়

পরাজয়

1 min
302

শিক্ষা যখন লাভের ব্যবসা,

টাকা দিয়ে কেনা যায়,

ছাত্র তখন পায় না ভরসা,

স্কুলে যাবার মূল্য নাই।

চাকরি পাওয়া আর ঘুস দেওয়া,

যখন সমান হয়ে যায়,

মেধা তখন মূল্য হারায়,

আর অযোগ্য সম্মান পায়।

রাজনীতি হয়  সেরা পেশা,

পেশি শক্তি মহৎ হয়,

সুখের উৎস ড্রাগের নেশা,

বেঁচে থাকা শুধু ভয়।

নীতির কর্ষণ করে  বর্জন,

সমাজের হয় ক্ষয়,

মানুষ করছে আত্ম হনন,

ঘটছে সত্যের পরাজয়।


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Classics