পিতা
পিতা
আকাশের মত বিশাল হৃদয় তব
সাগরের মতো গভীর তোমার মন
সূর্যের মতো উদার গো তুমি
তুমি যে আমার সব থেকে আপন ।
ঝরনার মত ভাষা যে তোমার
পাহাড়ের মতো থাকো গম্ভীর
প্রজাপতির মত চঞ্চল তুমি
তুমি যে আমার, শুধুই আমার ।
আমার জীবনে যে প্রদীপ তুমি
শিখিয়েছো কত না জানা কথা
বুঝেছ আমার মনের ব্যথা
তুমি যে আমার প্রাণের আরাম ।
তুমি আমার না ভোলা রাগিণী
তোমারি ছন্দে বাজে মোর মন বীণা
কত ভাবে পেয়েছি তোমায়
তুমি যে আমার সারা ভুবন ।
তোমার হাত ধরে চলেছি পথ
বাঁচার প্রেরণা শুধু যে তুমি
তোমার নেইকো তুলনা
তুমি যে আমার মনের আনন্দ ।
