ফুল
ফুল
মল্লিকা শেফালিকা চামেলী চম্পা,
গোলাপিত সুবাস মনো: অনুকম্পা।
কামিনী দামিনী ভামিনী যামীকা,
রমণী শ্রমণী ভামিনী ভূমিকা।
বেলি গাঁদা টগরী রজনীগন্ধা,
ধরণীর পারিজাতে হৃদিপূত: সন্ধ্যা ।
ঘেঁটুবনে বেড়াধারে পুটুশের গন্ধে,
বনময় বুনোফুলে নাচে মন ছন্দে ।
গন্ধানুলেপনা কুসুমের কলিতে,
অলিদলে কলকলে মন মম ছলিতে।
নির্গন্ধিত ফুল কিংশুক বাসকে ,
পার্থেনিয়াম দলে বল ভালবাস কে ?
প্রেমিকার পরাজয় গোলাপের ছড়াতে,
রজ্জুর বন্ধন মেলে হাতকড়াতে ।
ফুল - সে তো ফুল যেন মানসিক ভুল হে,
প্রিয় মোর সব ভুল; ফুল এক চুল হে ।

