STORYMIRROR

Nityananda Banerjee

Crime Inspirational Others

3  

Nityananda Banerjee

Crime Inspirational Others

ফোস্কা

ফোস্কা

1 min
164

গোধূলি বেলায় সূর্য্য হ'ল লাল ;

প্রভাত রবির দীপ্তি তখন মেশে,

ফাঁকি দেয় রোদ যাবজ্জীবন কাল ;

মিছিল করে ময়দানে ভিড়ে এসে।


দেখছি তোমার দম্ভ নয়ন মেলে ;

চোখে মুখে শুধু অবহেলার ছাপ,

কেমন করে মানুষ গদী পেলে ;

রাখে না মনে কে ছেলে কে বাপ ।


ধরিয়ে দিলে পিঁপড়ে পায়রা খোপে ;

নিরীহ মানুষ অকারণ কেঁদে মরে ,

তুমি কত সুখী বিবেকের অবলোপে ;

শরীর যখন আচ্ছন্ন হয় জ্বরে 


নতুন জুতো চরণে গলিয়ে দিয়ে ;

রোজ করছ পদের সাথে খেলা,

বইছে যারা তোমার ফাঁকি নিয়ে ;

বড় প্রিয় তার ভাগ্যের অবহেলা ।


মনের মত গড়ছ কত আইন ;

ফাঁক ফোকরে বাদুড় করে বাস,

আদালতের দুয়ারে লম্বা লাইন ;

মাটি পরীক্ষাতেই 'ফেল' তোমার চাষ ।


পথের কাদা লাগলে নতুন জুতোয় ;

দাও ছুঁড়ে দাও আমরা তুলে আনি,

পাগলা ষাঁড়ের আশি সিক্কের গুঁতোয় ;

লাইন দেবে তুমিও সবাই জানি ।



Rate this content
Log in

Similar bengali poem from Crime