STORYMIRROR

Subrata Nandi

Classics

3  

Subrata Nandi

Classics

ফিরে দেখা

ফিরে দেখা

1 min
627

পাওয়া না পাওয়ার আক্ষেপের মাঝে কিছুক্ষণ,

আক্ষেপ আর অনুশোচনা থাকবে সারাজীবন,

একটা জীবনে সবকিছু কী আর পাওয়া যায়?

অমৃতকুম্ভের সন্ধানে জীবনভর তপস্যা! অবশেষে সন্ধ্যা নামে শেষাংশের চরিত্রায়নের আগে,

উচ্ছ্বসিত রঙিন আলোও অস্তমিত হয় একদিন,

অস্তিত্বের সংকটে নকল মেলবন্ধনের ভেলা,

এটাই অনিত্য এটাই বাস্তব ধরণীর ভাঙ্গাগড়ার খেলা,

তবু ক্ষীণ আশায় বেঁচে থাকে নব প্রেমের ডালি,

অল্পাংশও যদি পূর্ন হয় ভঙ্গুর হৃদয়মাখা বিবর্তনের থালি!

আবারও তো উঠতে পারে এক ফালি সোনালী রোদ্দুর,

নবদিগন্তের ভালবাসায় ভাসিয়ে নিয়ে যাবে সুদূর....!

শুধু অলীক কল্পনা নয়,এটা এখনো বাস্তবে হয়।

একটা সুন্দর নিস্পাপ কোমলমন সদা জাগ্রত,

মজে যাওয়া মরাগাঙের পুনর্বাসনে এখনো স্বাগত।

জীর্ণ ক্যানভাসে বেঁচে ওঠে রঙিন অকৃত্রিম জলছবি,

তুমি আমার সেই বহু প্রতিক্ষিত একান্ত আপন নিঃশব্দের সোনালী রবি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics