STORYMIRROR

Amaresh Biswas

Romance

2  

Amaresh Biswas

Romance

ফিরে দেখা

ফিরে দেখা

1 min
507

ময়দানে বসে আছি দুইজনে

সামনে ভিক্টোরিয়া

পুরোনো গাছটা দাঁড়িয়ে রয়েছে

তাঁর পাশে অলিভিয়া।

সেই ফটো আজও আছে এ্যালবামে

কত ফুল গাছে ছিল

একটা ফুল সে কুঁড়িয়ে আমাকে

হাতে গুঁজে দিয়েছিল।

শুকায়নি সেই ফুলটা আজিও

মনে তার স্মৃতি তাজা

সেই স্মৃতি বুকে নিয়ে মনে হয়

যেন ধনী মহারাজা।

সূর্য্য সে তার নিয়ম মাফিক

চলে যেতে উদ্যত

আজও ময়দানে কত প্রজাপতি

ভালবাসা অবারিত।

জীবনটা হয়ে উঠে চঞ্চল

গাছে গাছে কিশলয়

শত বাঁধা সয়ে গঙ্গা বইছে

ধুয়ে মুছে সংশয়।

উঠো এই বার, চলো মিশে যাই

মহা জনতার ভিড়ে

পাখিদের মত ডানা মেলে দিয়ে

চলো ফিরে যাই নীড়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance