STORYMIRROR

Nandita Pal

Romance Inspirational Children

3  

Nandita Pal

Romance Inspirational Children

পেখম

পেখম

1 min
327


 

মা তুমি আমায় একটু ও ভালোবাসো না,

খালি সব সময় দাদাকে নিয়ে কত বাড়াবাড়ি।

পুতুল সাজিয়ে আমি যখন পড়া টড়ায় কত ব্যস্ত,

তুমি ভাবো বাহানা বানাতে আমার নেইকো জুড়ি।


দাদা সেদিন যেই বলল আমি নাকি গল্পের ঝুরি,

কি যে বকা দিলে আমায় সেদিন খালি খালি।

আর দাদা যখন মেশিন খুলে সকাল থেকে রাত-

কিচ্ছু বল না তুমি শুনে ওর কথার ফুলঝুরি!


আমি নিশ্চয়ই ঐ ডাইনি বুড়িটার কাছে ছিলুম

বাবা আমায় যুদ্ধ করে নিয়ে এসেছিল, বাপরে!

তুমি তো ব্যস্ত ছিলে দাদার কাজের ভিড়ে!

ছোট্ট আমার এ দুনিয়া তখন দেখি দুচোখ ভরে।


তবে মা কেমন যেন সব ওলটপালট,

আমি যখন কান্না ভেজা মনখারাপের দিনে,

দাদা চুপটি করে আমার হাতটা ধরে বসে;

সব কাজ ভুলে তুমি তখন কত কি যে গল্পে,

আমার কান্না তোমার চোখে লুকিয়ে দেখি আমি;

তখন পেখম মেলে আমার কথা সারা দুপুর ধরে।

সেই দেখে মা তুমি সেই মন ভোলান হাসো,

মা, তুমিই আমায় সবচেয়ে বেশি ভালোবাসো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance