পদ্য
পদ্য


কবিতা চির যৌবনা ষোড়শী ।
রহস্য সুষমায় মাখামাখি স্বপ্নময় শব্দের শৈলী ।
কত শত উপমা বিশেষণ ছন্দে
ষোলো কলা হয় পূর্ণ প্রকাশিত ।
কবিতা তুমি যাজ্ঞসেনী ।
ইন্দ্রীয় অনূভব তোমারই বশে ।
প্রিয়তমা তকমায় যজ্ঞের আগুনের পবিত্রতা ।
উপলক্ষে মুক্তার শুভ্রতা ।
গভীর থেকে গভীরতর অবগাহনে
পাঠের আনন্দ পাঠকের
লেখার তপস্যা লেখকের
উপলব্ধি শুধু লেখক ও পাঠকের মনোভূমিতে ।
কবিতা স্রোতস্বিনী নদী , রোদেলা বৃষ্টি
কবিতা শান্ত সরোবর , গোধূলির আকাশে রূপালী চাঁদের একফালি ।
কখনো প্রিয়া হয়ে আলিঙ্গন কর
আবার কখনো প্রিয় হয়ে হাত ধর ।
যুগ বদলায় অনুসঙ্গ বদলায়
লেখক শিল্পী পরিবর্তন হয়
কবিতা চির যৌবনা ষোড়শী ।