পাঠিকা ও ঈশ্বর
পাঠিকা ও ঈশ্বর


পাঠিকা জেনে নিন।
ঈশ্বরের দিব্বি
আর কোন প্রেম ভন্ডুল হবেনা।
কোন ছাতার পাখি জানতে চাইবেনা
ছিন্ন নুপুর দিয়ে কে এত দক্ষ আলপনা আঁকিয়ে।
তার ঠিকানা, সেল নম্বর,আর যে বিবর্ন প্রতিলিপি
হাত ব্যাগ দখল করে ছিলো
সেখানে কোন আলোর কাপর্ন্য ছিলো কিনা
কে বলে দেবে।
পাঠিকা আপনার আঁচলে যে চোর কাঁটা
তাতে কি কোন গোপন শলা জেগে থাকে।
আপনার কপালে যে গেরুয়া বিন্দি
সেটা কার অবদান।
যে বিপ্লবী প্রতিদিন আপনার ছায়াকে
সর্ন্তপনে পাহারা দিত
তা কি সহজপাঠের কোন এক স্বদেশ বর্ননা।
আপনার চোখ থেকে, ক্ষুধার্ত ঠোঁট থেকে
আর্দ্র স্তন থেকে যে তরল নেমে আসে
তা দিয়ে কি একটা নিটোল নদীর রচনা লেখা যাবে।
ঈশ্বরের দিব্বি আপনার সাক্ষাতকারের সর্বসত্ত্ব
জাদুঘরে সংরক্ষিত থাকবে।