STORYMIRROR

Akash Bhagat

Romance Fantasy

4  

Akash Bhagat

Romance Fantasy

তোমায় ভালোবেসে

তোমায় ভালোবেসে

1 min
282

পড়ন্ত বেলার লাল দিগন্তে দেখেছিলাম তোমায়,

ডুবেছি ওই কালো কাজলের চোখের নেশায়,

অবসর খুঁজলাম কথা বলার হৃদয়ের প্রেরণায়।


সেই সূবর্ণ অবসরে শুরু হলো কথা,

মধুর গলার সুরে হারালাম নিজের থা;

হারানো হৃদয়ে পেলাম এ কেমন রথ্যা!


সমৃদ্ধ কথার সম্ভারে কমলো রাতের ঘণ্টা;

চাঁদের ঝলকের আশায় এই ব্যাকুল মনটা,

খোঁজে সঙ্গে হাঁটতে ওই পায়ের আলতা।


নিদ্রাহীন স্বপ্নে দেখি তোমায় পরীদের বেশে;

স্বপ্নের ভেলায় ভেসে যায় রূপকথার দেশে,

একটু স্বস্তির উষ্ণতার খোঁজে, তোমায় ভালোবেসে।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance