STORYMIRROR

Akash Bhagat

Abstract Classics Inspirational

4  

Akash Bhagat

Abstract Classics Inspirational

এবার ক্ষান্ত হও

এবার ক্ষান্ত হও

1 min
1.2K

রক্তিম আলোয় আলোকিত সত্ত্বার মঞ্চ,

আর চারিদিকে বিকৃত মস্তকের তঞ্চ।

মঞ্চের চারিদিকে ভাসছে কান্নার চিৎকার,

কারণ জনগণ হচ্ছে পূর্ব-মৃত্যুর শিকার।

শিশু, বৃদ্ধ প্রতিনিয়ত হচ্ছে অসহায়,

সবাই যেন বাঁচুক শহীদের দোয়ায়।


কোথায় গেল সেই শ্বেত পায়রা?

কোথায় গেল সেই সারস খেচর ?

কোথায় গেল সেই শ্বেত পপি?

কোথায় সেই ঘুঘু জলপাই শাখা?

কোথায় মনে ভাঙ্গা রাইফেল আঁকা?

কোথায় সেই রাম ধনুকের পতাকা?


চাই না হতে পূর্ব-মৃত্যুর শিকার,

চাই না যুদ্ধ চাইনা কান্নার চিৎকার।

চাই না শিশু, বৃদ্ধ হোক অসহায়;

চাই না জোয়ানের প্রাণ হোক সহায়।

চাই না যুদ্ধ, চাইনা বারুদের দুর্গন্ধ;

শুধুই হাসিতে ছড়াক শ্বেত সুগন্ধ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract