ইন্টারনেট
ইন্টারনেট
স্মার্ট দুনিয়ার,আমি স্মা্র্ট ডিভাইস
ইন্টারনেট আমি, আমি ভেরী ভেরী ওয়াইস
সহজেই ফুলফিল করি আমি সবার উইশ
আজকাল ভেরী হাই আমার প্রাইস ।
আমার দৌলতে, বন্ধুরা বেড়ে চলে ফেসবুকে
প্রকৃত বন্ধুরা সরে যায় দূরে কৃত্রিম বন্ধুদের আবির্ভাবে
বন্ধুত্বের ছলনায় অ্যাকাউন্ট থেকে গায়েব হয় টাকা
এক নিমেষে পকেট হয় গড়ের মাঠের মতো ফাঁকা
চিঠির ভাষা , চিঠির মাধুর্য্য যায় যে হারিয়ে
চোখের পলকে নিই যেআম কাজ করিয়ে
সৃজনশক্তির বিকাশ হয় না তো আর
ইনটারনেট আমি সবকিছু রেডিমেড আমার
একাকী জীবনের সাথী আমি , আমি ইন্টারনেট
সহজেই ফুলফিল করি আম সবার টার্গেট
আমায় ছেড়ে এক মুহূর্ত চলে না যে আর
সবাই যে চায় আমায় পেতে বারেবার
দ্বাবিংশ শতাব্দীর আমি ডিভাইস ভগবান
কত করবে বলো আহে আমার গুণগান!
