ওদের শৈশব
ওদের শৈশব
ওদের শৈশব কাটে ফুটপাতে,
খালি পেটে কাটে কত রাত দিন,
ওদের নিস্পাপ মন জানেনা,
কি করে হাতে মিলবে আলাদিনের জিন।
ওদের শৈশব কাটে রেল লাইনের ধারে,
ছোট হাতে আবর্জনা কুড়িয়ে,
দিনের শেষে খোলা আকাশের নিচেই,
ঘুম আসে ওদের দুচোখে ভীর করে।
ওদের শৈশব কাটে বস্তির এক কোনে,
ছেঁড়া ত্রিপলের তলায়,
সকাল হতেই ছোটে এদিক
থেকে ওদিক,
হাত পাতে একটু খাবারের আশায়।
ওদের শৈশব কাটে খিদের জ্বালায়,
অবহেলায়, অবজ্ঞায়,
ওরা তবুও চালিয়ে যায় হাসিমুখে,
টিকে থাকার কঠিন লড়াই।
ওদের শৈশবে নেই বিলাসিতা,
ওদের শৈশবে নেই জেদ,
ওদের শৈশবে নেই জগৎ
কল্পনায় মোড়া,
ওদের শৈশবে নেই স্কুল
যাওয়ার তাড়া,
ওদের শৈশবে নেই খেলার সময়,
ওদের শৈশব থাকেনা
আনন্দ,খুনসুটিতে ঘিরে,
ওদের শৈশব হারিয়ে যায়
বাস, ট্রামের ভীড়ে।
