নতুন জীবন
নতুন জীবন


নতুন সূর্য , নতুন ভোর
শুরু একটা নতুন বছর ।
নতুন আশা , নতুন প্রান
দুঃখ – কষ্টের হোক অবসান ।
অপূর্ণ সব ইচ্ছেরা ,
বাস্তবের রূপ পেয়ে উঠুক তারা ।
জমে থাকা মান – অভিমান ,
এবার তাদের হোক অবসান ।
সকল বাধা – বিঘ্নকে সরিয়ে ,
জীবন উঠুক খুশীতে ভরে ।।