নতুন বীজের সন্ধানে
নতুন বীজের সন্ধানে


আমার মিনতি শোন
দয়া নয়, চাইনে আশ্রয়
শুধু অভয় প্রার্থনা করি
বুকেতে সাহস আর বাহুতে বল।
আমি এই মরুভূমিতে
বীজ করব বপন।
যে বীজে সুপ্ত নতুন চারা
যার পাতার ছায়ায় পরম শান্তি পাব
তার আন্দোলনে ক্লান্তি হবে দূর
মানুষেরে সে দেবে বাঁচার প্রত্যয়।
সে বীজে সন্ধানে ফিরি চারিদিকে—
আমার মিনতি শোন ভগবান
পাহাড় না কোন নদীর তীরে পাব তার সন্ধান।