STORYMIRROR

Manjula Acharya

Tragedy Others

3  

Manjula Acharya

Tragedy Others

নিরুদিষ্ট মলয়

নিরুদিষ্ট মলয়

1 min
204

সব ফাগুনে ঝরনাতে মধু

বয় না মৃদু মলয়

কারোর বার্তা দেয় না তো

 শ্যামল নব কিশলয়

কোকিলের কুহু তান ওগো 

 যায় না তো শোনা 

মনের মাঝারে ভাবনা কত

 করে যে আনাগোনা

 ধূ ধূ রোদ নিরুদ্দিষ্ট করে

 ক্ষেত যে পোড়ে বিরহে 

আষাঢ়ের সাথে মেঘ মলহার 

পুলক আনে যে দেহে

দুয়ার খুলে আছি গো বসে

 যেন আসবে কেউ মোর

ফাগুন ছন্দে তরুলতা দল

আনন্দে যে বিভোর 

মনে পড়ে সেই উদাস রজনী

 স্বপনে আকুল মন

কুমারী মনের উষ্ণতায়

 মন করে গুনগুন

চৈতালি চুপি চুপি বলছিল

 পলাশের কানে

বসন্ত বিভোর বেলা

 রচিবে গান আনমনে

নিশীথে পরাণ পিপাসা

নিভে নিভে আসে

বসন্তকে ঠেলে নিদাঘ 

যে জাকিয়ে বসে 

 আশা নদী শুকোলে যে

কিছু ভালো লাগে না

ঝরা বকুলের মহকেও 

 মন যে বোঝেনা      ।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy