নিরুদিষ্ট মলয়
নিরুদিষ্ট মলয়
সব ফাগুনে ঝরনাতে মধু
বয় না মৃদু মলয়
কারোর বার্তা দেয় না তো
শ্যামল নব কিশলয়
কোকিলের কুহু তান ওগো
যায় না তো শোনা
মনের মাঝারে ভাবনা কত
করে যে আনাগোনা
ধূ ধূ রোদ নিরুদ্দিষ্ট করে
ক্ষেত যে পোড়ে বিরহে
আষাঢ়ের সাথে মেঘ মলহার
পুলক আনে যে দেহে
দুয়ার খুলে আছি গো বসে
যেন আসবে কেউ মোর
ফাগুন ছন্দে তরুলতা দল
আনন্দে যে বিভোর
মনে পড়ে সেই উদাস রজনী
স্বপনে আকুল মন
কুমারী মনের উষ্ণতায়
মন করে গুনগুন
চৈতালি চুপি চুপি বলছিল
পলাশের কানে
বসন্ত বিভোর বেলা
রচিবে গান আনমনে
নিশীথে পরাণ পিপাসা
নিভে নিভে আসে
বসন্তকে ঠেলে নিদাঘ
যে জাকিয়ে বসে
আশা নদী শুকোলে যে
কিছু ভালো লাগে না
ঝরা বকুলের মহকেও
মন যে বোঝেনা ।।
