STORYMIRROR

Bhaskar chatterjee

Abstract Tragedy Inspirational

4  

Bhaskar chatterjee

Abstract Tragedy Inspirational

পুজো এসে গেলো

পুজো এসে গেলো

1 min
290

পুজো এসে গেলো কি আনন্দ

চারদিক কি সুন্দর দৃশ্য , আগমনীর ছন্দ 

আনন্দের, আতরের আর ফুলের গন্ধ 


কিন্তু, একটা কিন্তু, মনে আনে দ্বন্দ 


উৎসবে কি সবাই করতে পারে আনন্দ 


খরচের চাপে আমার ঝুঁকে গেছে স্কন্ধ 


কি কিনবো পুজোয়ে , গেঞ্জি না রুমাল তাই নিয়ে মনে দ্বন্দ 


খরচের চিন্তায় কেটে যায় আগমনীর ছন্দ

কিসের এতো মজা কিসের এতো আনন্দ 

সারা বছর শিক্ষা আর অর্থনীতির গতি যখন মন্দ ?

শিক্ষিত যুবকের পথে ভরা হতাশার খানা খন্দ 


পাশের বাড়ির মানুষের কি হলো ভালো মন্দ ?

রাখিনা খবর , আমার দরজা সব সময় বন্ধ 


উৎসব মানে সম্প্রীতির আবহাওয়া ভুলে গিয়ে সব ভালো মন্দ 

কিন্তু না , আমরা কূটনীতির পোকা , 

উৎসবেও চোরাই অহংকার কার চল চাতুরির দুর্গন্ধ 


পুজো মানে প্যান্ডেলে বসে মনের আনন্দে গল্প 

কিন্তু যখন হাতে মোবাইলের অভিশাপ সময় সবার অল্প 

উৎসব আর পুজো মানে যা অবচে তাতেই করা আনন্দ 

কিন্তু মোবাইলের পর্দায় চোখ , মনের দরজা বন্ধ 


পুজো মানে আসা মানুষের কাছে , 

শুভেচ্ছার আদান প্রদান 

কিন্তু উন্নত আর আধুনিক বাঙালী , 

করে শুধু শুভেচ্ছার ভান 

উদ্দেশ্য একটাই , 

দেখানো আমি কত মহান 


পুজো মানে সুযোগ দেখানোর

আমার কত টাকা , আমার দামি গাড়ি 

কত দামের মোবাইল কত দামের শাড়ি 

এক বারো আসে না মনে 

যাই একবার কাছের বন্ধুর বাড়ি 


পুজো মানে মানুষের আড়ম্বর আর দেখোন দারি 

জগৎ জননীর দিয়ে কপালে হাত , বলেন 

হাতে নিয়ে তরবারি 

“অহংকার আর স্বার্থপরতা দেয় বিসর্জন “

নইলে আসবে মড়ক আর ধ্বংস 

এই দিয়ে দিলাম খবরদারি 








Rate this content
Log in

Similar bengali poem from Abstract