STORYMIRROR

Bhaskar chatterjee

Abstract Tragedy Inspirational

3  

Bhaskar chatterjee

Abstract Tragedy Inspirational

পূর্ব পুরুষ

পূর্ব পুরুষ

1 min
177

বর্তমানে বাঙ্গালীর হারিয়ে গেছে পৌরুষ

নিজের মাটিতে বাঙ্গালী এখন দাসত্বে মত্ত

প্রতিবাদ করতে বুক করে ধুড়ুস ধুড়ুস

বাঙ্গালীর গর্ব , তার পূর্বপুরুষ

আমার পূর্ব পুরুষ ছিলেন রাজা জমিদার

তার ঐশ্বর্য ,বিলাসিতা কি আর বলব

বেড়ালের বিয়েতে শ্রাদ্ধ হত লাখ টাকার.


আমি তার বংশধর, আছে ধমনিতে সেই রক্ত,

জদিও জীবন আমার অভাবে একাকার

আমার পূর্ব পুরুষ ছিলেন রাজা, জমিদার

এলাহাবাদ ,লাখনাউয়ের বাইজি জমাত আসর

আমি তার বংশধর, কানে বাজে অভাবের কাঁসর.


করতে জীবন ধারণ আরে করতে উপাপার্জন

বাধ্য হয়ে করেছ ভাষা আর পরিচয় কে বর্জন

আমার পূর্ব পুরুষ ছিলেনবত্ত জমিদার

হস্তগত করতেন দামি আর সরবত্তম উপাদান

আমি তার বংশধর, আমার ভাঁড়ারে সর্বদাই টান


আমার পূর্বপুরুষ ছিলেন রাজা, জমিদার,

করেছিলেন রায়বাদুর উপাধি অর্জন

, প্রজাকে চাবকে, সাহেব কে করে তুষ্ট

আমি তার বংশধর, আমার সন্তান অপুষ্ট



আমার পূর্বপুরুষ ছিলেন রাজা, জমিদার

অন্দর মহল , বাহির মহল নিয়ে ছিল প্রাসাদ

আমি তার বংশধর, দশ বছর ধরে ভাবছি

এই বর্শায়ে সারাতে হবে বাড়ির ছাদ


এখন ভাবি জাদের নিয়ে করি গর্ব

আজ তাদের জন্যেই সমাজে আমি খর্ব ।

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract