STORYMIRROR

Bhaskar chatterjee

Abstract Tragedy Others

3  

Bhaskar chatterjee

Abstract Tragedy Others

শিক্ষা ব্যাবস্থা

শিক্ষা ব্যাবস্থা

2 mins
213

শিক্ষা ব্যাবস্থা

দেখেছেন দাদা, কি অবস্থা 

ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যাবস্থা 

পড়ুয়া আম্ব্রেলা কে বলছে আমরেলা

কি ভাবে সামলাবেন অশিক্ষার ঠেলা

শিক্ষার দুর্নীতির এই হল পরিণাম

কি ভাবে ডুবছে বাংলার নাম 

এই রকম শিক্ষা ব্যাবস্থা 

দেখে লাগে বুকে বড় ব্যাথা 

শুনুন দাদা আপনি আহাম্মক আপনি ভুল

ও আপনি তাহলে সরকারের দালাল ?

সেই জন্যেই সমালচনায়ে লাগছে ঝাল

না না আমি নই দালাল তবে আপনি বাঙ্গালী

তার ওপর অভিভাবক তাই আপনি বেতাল


পড়ুয়া যখন জানেনা বানার ছাতার

তাতে দোষ পড়ুয়ার আর তার বেতাল বাবার

বাঙ্গলার কটা ছেলে মেয়ে করে পড়াশুনা

তাদের সংখ্যা যায়ে আঙ্গুলে গোনা

বাঙ্গলার ছেলেমেয়ে মানে পোঁদ পাকা মাল

ইউটিউব \আর রিলস দেখে হয় পচা মাল 

ক্লাস এইট মানেই প্রেমের ফুল 

এরা নতুন প্রজন্ম না কি রাতের ভুল

মাধ্যমিক মানে শুরু হয় নেশা 

ইন্টারনেটে ল্যাংটাম করাটাই হয় পেশা

আর এদের থেকেও অধম এদের অভিভাবক

লাগাম ছেড়ে করে আধুনিকতার বক বক 

ছেলে মেয়ের পড়াসগশুনার সাথে সম্পর্ক নেই

বাপ মা খুঁজে পায়েনা ভুল ঠীক করার খেই 

তখন ঠীক করে এক শিক্ষিত পরিচারক

ভদ্র ভাষায়ে নাম দেয় গৃহ শিক্ষক 

গৃহ শিক্ষকের থেকে ঝিয়ের বেশি সম্মান 

অপদার্থ ছেলে মেয়ের জন্যে গৃহ শিক্ষক দেয় প্রাণ


বাংলায়ে শত শত আগাছা বেজম্মা ইউটিউবার

পড়ুয়াদের মতে এই সব মাল ইনফ্লুএন্সার

এদের থেকে হয়ে ইনফ্লুএন্স

ছেলে মেয়ে রা হচ্ছে ইডিওট আর নন সেন্স

এরা কি করে জানবে কি বানান ছাতার 

আছে কিছু অবশিষ্ঠ ভেতরে মাথার 


এই রাজ্যে নেই ট্যালেন্টের অভাব

সবাই গায়ক সবাই বাজিয়ে , সবাই কবি

নেই কোন গুণ, সুধু শিল্পি শিল্পি ভাব 

বাড়িয়ে চুল ভবঘুরে হয়ে বেড়ায়ে ঘুরে

হাতে ধরে মাইক , পিঠে নিয়ে গিটার

সবাই জানে এই মালের পুর কাটা তার 


মেয়ের আছে কটা বয়ফ্রেন্ড

জানা যায়ে যখন হয় যায়ে এন্ড

বুক ফুলিয়ে বলে পড়ুয়া 

চুরি করে দিচ্ছি পরীক্ষা

দাঁড়িয়ে দেখে শিক্ষক জেন কাক তাড়ুয়া

 

 লাভ নেই করে এই প্রজন্মের জন্যে 

দুষে সঅরকার আর করে সমীক্ষা



Rate this content
Log in

Similar bengali poem from Abstract