STORYMIRROR

Bhaskar chatterjee

Abstract Inspirational Others

4  

Bhaskar chatterjee

Abstract Inspirational Others

ইউরেকা

ইউরেকা

1 min
4

ইউরেকা, ইউরেকা ,ইউরেকা,

কেন করছেন এমন চিৎকার

কি করেছেন আবিষ্কার ?


আমি আজ করলাম আবিষ্কার আকাশ নীল ,

আমি করলাম আবিষ্কার রৌদ্রোজ্জ্বল দিন,

ইউরেকা ইউরেকা।


আপনি আবিষ্কার করলেন আকাশ নীল?

কি করে বেগড়ালো মাথা ?

শক খেয়েছিলেন ,না ঘুষি আর কীল ?


আজ আমি হয়ে মুক্ত ,

আমার মন আজ প্রকৃতির সাথে যুক্ত।

আজ পেয়েছি স্বাদ অমৃতের

অনেক দিন থেকে অভুক্ত।


কি আছে মানে আমাদের জীবনের ?

ভেবে দেখেছেন কখনো গিয়ে ভেতরে মনের?

আমাদের জীবন নিয়ম আর ঘড়ির কাঁটায়ে বাঁধা ,

পিঠে ব্যাগ হাতে ফোন আমরা প্রযুক্তির গাধা।


মনের জানলশক হয়ে গেছে বন্ধ ,

শুধু খোলা মাইক্রোসফট উইন্ডো ,

ভুলে গেছি মাথা তুলতে ,

করতে করতে বস কে বো .


ইউরেকা ইউরেকা ইরেকা।,

মুক্ত করে মন হাত থেকে ফেলে ফোন ,

আবিষ্কার করলাম গাছ পালার রিংটোন।


ইউরেকা , ইউরেকা ইউরেকা ,

খুলে আজ পুরোনো আলমারি

আবিষ্কার করলা কলমের গোছা

আর কাগজ রাখা সারি সারি।


ইউরেকা ইউরেকা ইউরেকা

আবিষ্কার করলাম কাগজে লেখার আনন্দ

কাগজে কলমে ছন্দ খুঁজে পায়ে শব্দ

কীবোর্ড , টাচ প্যাড সব হয়ে যায় জব্দ।


ইউরেকা ইউরেকা ইউরেকা

আজ করে মানুষের সাথে খোশগল্প

আবিষ্কার করলাম আমি জানি কত অল্প।


পালন করতে দায়িত্ব, ভরতে পেট

সারাদিন চালিয়েছি কম্পিউটার

টেবিলে মাথা করে হেঁট।


ইউরেকা ইউরেকা ইউরেকা

আজ আবিষ্কার করলাম

যখন মাথা তুলে দেখলাম বলাকা ।


ইউরেকা ইউরেকা ইউরেকা

দেখে ধানের সবুজ ক্ষেত,

আবিষ্কার করলাম

পালিয়েছে টার্গেট, বস আর মিটিঙের প্রেত।


আপনিও দেখুন নিজেকে করে স্বাধীন

সব কিছুই দেখা , কিন্তু কেমন লাগে নবীন ,

করে দিন মন কে নিষ্পাপ শিশু

দেখতে পাবেন বুদ্ধ, আল্লাহ আর যীশু।


ইউরেকা , ইউরেকা ইউরেকা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract