লাল
লাল
মন্দিরে মন্দিরে বাজিতেছে ঘন্টা
সরোদৎসবের দ্বিতীয় দিনে দেবী চন্দ্রঘন্টা
আজ শুভ্র সুন্দর শরতের সকাল
দেবীর আজ বসব হবে রক্ত বর্ণ লাল
কিন্তু লাল রং এর কি সিদ্ধি দেবী বন্দনার?
নাকি লাল রঙের মানে কি, কি দরকার ?
তবে শোন লাল রঙের ব্যাখ্যা বিস্তারিত
শুনে হবে তুমি স্তম্ভিত আর বিস্মৃত
লাল রঙে রঞ্জিত মাতৃশক্তি
লাল রং মানে কিন্তু শুধু নয় ভক্তি
ধমনীতে বয়ে যাওয়া রক্তের রং লাল
হতে পারে আলাদা রঙের গায়ের ছাল
অন্তরে সবাই যে এক বুঝিযে দেয় লাল রং
আলাদা করে রাজনীতির দালাল সেজে সং
লাল রক্ত করে ক্ষরণ
মাতৃশক্তি জন্ম দেয় জীবন
অন্যায়ের প্রতাপে যখন অতীষ্ঠ প্রাণ
তখন পাপীর রক্ত করে আকণ্ঠ পান
সন্তানদের মাতৃশক্তি দেন ত্রাণ
লাল রং নয় শুধু মাতৃশক্তিতে আবদ্ধ
শোষণকারী করতে চায়ে যখন কণ্ঠ স্তব্ধ
অধিকারের পথ যখন হয়ে অবরুদ্ধ
মার্ খাওয়া মানুষ হয়ে ক্ষুব্ধ
হাতে নেয় লাল ঝান্ডা
করতে শোষণকারী কে স্তব্ধ
লাল রঙের ব্যাখ্যা করতে শেষ হয়ে শব্দ
উঠলে সহস্র হাত নিয়ে লাল পতাকা
রাষ্ট্র শক্তি হয়ে যাতে ভীত সন্ত্রস্ত
লাল রঙা পতাকা
মানে বারিদের পাহাড়ে অগ্নি শলাকা
তোমার দেহে যে লালা রং প্রবাহমান
সেটা আদি শক্তি মাতৃশক্তির সমান
লাল রং মৃত্তিকায় সঞ্চার করে প্রাণ
স্বার্থপরতা যখন ধ্যান আর জ্ঞান
শক্তির স্রোত লাল রং হয়ে যায় ম্লান
ধমনীতে লাল রং হয়ে গেলে নিরুত্তাপ
নেমে আসে জাতির বিলুপ্তির অভিশাপ
