নতুন বছর
নতুন বছর
এখন হাওয়ায় শুধু একটাই খবর
মেতে ওঠো নাচো গাও মদ খাও
আসছে নতুন বছর
কান ফাটানো শব্দ বাজির ফটর ফটর
পাগল হয়ে গেছে জনগণ আসছে নতুন বছর
কিন্তু এই নতুন বছরে আমার কি খবর ?
নতুন বছর মানে বয়স বাড়লো এক বছর
কিন্তু জীবনে এখনো শুধু পাই হরি মটর
আসছে আসছে নতুন বছর
কিন্তু ভায়া তোমার কি খবর ?
এগিয়ে এলো এক পা শ্মশান আর কবর
নতুন বছর মানে আবার বেড়ে যাওয়া বাজার দর
নতুন বছরে সরকার শোনাবে নতুন করের খবর
মদ নাচ গান উদ্দাম ন্যাংটামী করে
আনন্দ করবে নতুন প্রজন্ম বর্বর
হিন্দি আর ভোজপুরি গানে জমবে বাঙালীর আসর
নতুন বছরের আনন্দে আর উৎসবে
বাঙালি ভাষা আর সংস্কৃতি হবে আরো জর্জর
কিন্তু সব ভুলে যাবে মানুষ আসছে নতুন বছর
উদ্দাম নাচে মত্ত জনগণ আসছে নতুন বছর
এই নাচে করে কত প্রাণীর বুক ধড়ফড়
কিন্তু নাচ আর আনন্দে কে রাখে সে খবর
মোবাইল ভোরে যায় এমন ফটো পাঠানোর বহর
কে কি ভাবে পালন করেছে নতুন বছর
আসছে আসছে নতুন বছর
বেকার ভাবে আসবে নতুন চাকরির খবর
কিন্তু সব বছর কেটে যায় পরিশ্রমে
মাথার ঘাম পায়ে ঝরে দর দর
আসছে আসছে নতুন বছর
বাড়বে কি শিক্ষা আর অর্থনীতির স্তর ?
না কি এই অবস্থা হবে আরো নড়বড় ?
বাড়বে কি সাধারণ মানুষের জীবনের স্তর
আসছে তো খুব আল্হাদের নতুন বছর
শিক্ষিত ছেলে চালাবে টোটো খটর খটর ?
আর জনগণ চেঁচাবে দুর্নীতিবাজ কে ধর ধর ?
করছো তো খুব নতুন বছর নতুন বছর
আবার ফ্যাসিবাদ ঢুকবে ঘর ঘর ?
আকাশে তো নতুন বছর
নতুন প্রজন্মের বাচ্চারা নেবে রিসোলিউশন
প্রেমে আর নেশায় কিছুদিনের মধ্যেই হবে হালুসিনেশন
প্রেমিক জুটিরা করবে পোস্ট ল্যাংটো ছবি
আবেগ আর যৌনতা নিয়ে লিখবে কত আবাল কবি
যাদের এক পা চললে ধরে যায় ঝিম
তারা লিখবে “ দিস ইয়ার মাই গোল ইস জিম “
“এই বছর ছাড়ব নেশা “ করবে পোস্ট তারা
অপরাধ আর ড্রাগস যাদের পেশা
আসছে আসছে নতুন বছর
বাল রাষ্ট্রের নামে খোঁড়া হবে কটা কবর ?
র্যাম নাম করে কটা জমি হবে দখল জবর ?
আসছে তো নতুন বছর
কত মাল বদলাবে দল আর রং
আসছে আসছে নতুন বছর
দেশের নেতারা করবে রাষ্ট্রভক্তির বকর বকর
আর কিছু গেরুয়া কুকুরের দোল
রাষ্ট্রভক্তিতে করবে গর গর
শিক্ষিত আর বুদ্ধিজীবী আরো হবে স্বার্থপর
আসছে তো তোমাদের নতুন বছর
নিয়েছো পাশের বাড়ির কি খবর
পেয়েছে কি মেয়েটা একটা মানুষের মতন বর ?
নিয়েছো খবর পাশের বাড়ির সেই বুড়ো বুড়ির
যারা একলা আর হাত পা কাঁপে থর থর
