মন খারাপের গল্প
মন খারাপের গল্প
'মন খারাপের গল্প' শুরু হয়
যেভাবে,
হাসি খুশি ছাড়া মানুষ থাকে
অভাবে।
তীব্র হাহাকারে ভাসে ডুবে
একাহারে,
কেউ বুঝেনা তার মনের এ
ব্যথারে!
অবুঝ যখন সবাই তার হয়
মাটি,
অবুঝ এর মতো তারা মাপে
খুটিনাটি!
কেউ বুঝেনা মনের খবর
বেশী না হোক অল্প,
চলতে থাকে কারো জীবনে
"মন খারাপের গল্প"।
ইচ্ছা
