Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

4.7  

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

জল স্রোত

জল স্রোত

1 min
619


 


জীবনের স্রোতধারায় আজ কত শত ভাবনা

সাথে আজ কত শত অচেনা ভয়

হাহাকার করে ওঠে মন 

যখন আটকে পড়ে কোন সম্পর্কের জালে 

ঠিক তখনি গহীনে মন

থেকে যায় অচেনা কোনো নির্বিকায়


বয়ে চলা পরিণামহীন এক জলধারা

ভেঙে-ভেঙে সামনের দিকে চলা  

যেন এক ক্ষুদ্র স্রোতস্বিনী

এই বয়ে চলা পথে , ক্লান্তির স্রোতে 

প্রবাহমান নদীর নেই কোন একঘেয়েমি

অন্তহীন পথ চলতে নেই আর তার ক্লান্তি

সোনালী স্বপ্নের ঘোরে কাটানো অলস অবসর

হারিয়ে যাচ্ছে সজীবতার মোড়ানো সেই চাদর

ধূসর থেকে ধূসর হয়ে যাচ্ছে আরধ্য সব স্বপ্নগুলো

ফিকে থেকে ফিকে হয়ে আসছে জীবনের সাতরঙা সুখগুলো

জীবনের এই জীর্ণ নষ্ট পুঞ্জে বাসা বেধেছে এক চরম একঘেয়েমিতা;

যাকে উপেক্ষা করে সেখানে বাসা বাধে না আর কোন স্বপ্নের সমীক্ষতা।


 


Rate this content
Log in