অচেনা সে
অচেনা সে
চেনা অচেনা সীমারেখায়
আজ দাঁড়িয়ে আছে সে
একটা ছোট্ট দীর্ঘশ্বাসে
অচেনা মানুষটির বসবাস ছিলো
একদিন হৃদয়ের কাছে।
হয়তো মনের গোপনে আছে বেঁচে কিছু অনুভূতি
আরকিছু মন খারাপ করা স্মৃতি।
তবে কেন জানি না এ হৃদয়
করে অভিনয়, সব করে অস্বীকার
অচেনা বলে চেষ্টা করি তাকে দূরে সরাবার ।
যদিও হলেও আজ সে খুব অচেনা
মনতো মানে না।
প্রতিটা ব্যস্ত স্পন্দনে , থাকে আকুলতা তার সন্ধানে
মন চায় জানতে, কিভাবে সে আছে ভালো?
আমাকে ভুলে অনায়াসে,
আমার তো মনে পড়ে তাকে প্রতিটা শ্বাস প্রশ্বাসে
,,,,
