নিরুদ্দেশের পথে
নিরুদ্দেশের পথে


হয়তো সে দেখছে স্পষ্ট,
হয়তো বা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।
এ মায়াজাল বা বিকার?
না কি মহৎ ত্যাগ স্বীকার?
সে আজ জীবিত না মৃত?
হারিয়ে তবু হয় নি বিস্তৃত।
মনে হয় হয়তো বা নেই
তবুও হারিয়ে যায় খেই,
না শব না কোন ছাইভস্ম,
গল্পের মতো ছায়া রহস্য,
যদিও এ নয় কোন রটনা,
সত্য অতি, এ বাস্তব ঘটনা।
শ্রদ্ধার পাশাপাশি সংশয়,
দুঃখের সঙ্গে অজানা ভয়,
আবেগে আর অভিমানে,
আজও খুঁজি তার মানে।
এ হেঁয়ালির উত্তর কে দেবে!
শুধু স্বান্তনা পাই ভেবে ভেবে।