নিমগ্ন
নিমগ্ন
নিমগ্ন
মানিক চন্দ্র গোস্বামী
আমার কণ্ঠে সুর লেগেছে,
ভুবন মেতেছে গানে,
প্রেমের সুবাস ছড়িয়ে গেছে
হৃদয়ের প্রতি কোণে।
তোমার কলমে গীতির মালা,
সাজিয়েছ থরে থরে,
গভীর শ্বাসে প্রাণের আবেগ
শিউলির মতো ঝরে।
ভাষার ছন্দে, অলংকারে,
শব্দের অনুরণন,
হাওয়ার দোলে, দুলিছে তালে,
পুস্প বীথির কানন।
চিন্তা ধারায়, ভাবের প্রকাশে,
তৃপ্তির বাতাবরণ,
সব কাজ ফেলে আজ নিশীথে
স্বপ্নের জাগরণ।
প্রিয়া যদি হাসে, হাসি ভালোবেসে,
আবেগের স্রোতে ভাসা,
মনোমাধুরীর মলয় বক্ষে
উড়ে বেড়ানোর আশা।
বাহারি সাজে, লেখনীর মাঝে,
হারানো সে দিনগুলি,
স্মৃতির কোঠায়, ফিরে পেতে চায়,
চাপা বেদনার ঝুলি।
নীল সরোবরে শান্তির ছায়া,
শালুকের মুখে হাসি,
কলমের তালে, লেখনীর বোলে
দু'টি প্রাণ পাশাপাশি।

