নিখোঁজ
নিখোঁজ
হয়তো তোমার বড্ড তাড়া,
তুমি দাঁড়াওনি আমার পথে
আমার পায়ে কখন কাঁটা ফুটেছে
তুমি দেখতে পাওনি খালি চোখে।
তোমার প্রেমের গল্প
শোনাও দিব্যি দুপুররাতে,
আমার মনের গল্পগুলো
দম আটকে গুমড়ে মরে রোজ প্রভাতে।
আমার চোখে ঘুম আসে না
রাতের চাঁদের পেছন ছোটে .....
তুমি আমায় নালিশ করো
চোখের নীচে কালি বড্ড কালো বটে।
নিত্য মৃত্যুর খবরে আর কে কাঁধ বারায় ,
তোমার খোঁজে বেরিয়ে
আমি বারবার আমাকে হারাই।
তোমার বড় শহরগুলো আজকাল খুব ব্যস্ত
আমার গ্রামের বাড়ি ,
বারান্দায় স্বপ্নের বন্দোবস্ত।
কেউ রাখেনি খোঁজ আমার
আমার খবরের হয়তো বড্ড বোঝ ,
আসলে গোটা কয়েক বছর ধরেই ...
আমার আমি নিখোঁজ।
