অভিশপ্ত
অভিশপ্ত
নামুক বৃষ্টি আকাশ জুড়ে,
রাস্তায় ভাসুক কাগজের ভেলা,
কতদিন আর মরবে তুমি
সেরে ওঠো এবার 'বেলা'।।
শরীর মাখলো বৃষ্টি আজ,
দুঃখে ভিজেছো কত রাত ?
বৃষ্টির ফোঁটায় ঝরছে রক্ত
অন্তর তোমার অভিশপ্ত ।।
নামুক বৃষ্টি আকাশ জুড়ে,
রাস্তায় ভাসুক কাগজের ভেলা,
কতদিন আর মরবে তুমি
সেরে ওঠো এবার 'বেলা'।।
শরীর মাখলো বৃষ্টি আজ,
দুঃখে ভিজেছো কত রাত ?
বৃষ্টির ফোঁটায় ঝরছে রক্ত
অন্তর তোমার অভিশপ্ত ।।