আকাশের চাঁদ
আকাশের চাঁদ
রাত যখন কাটে শোকে,
আকাশ তখন চাঁদের আদর মাখে।।
গায়ে দিয়েছে মেঘের চাদর,
নেই যেন কারোর কদর ।।
রাত পোহালে চাঁদ যে দেবে ফাঁকি ,
কিন্তু আকাশ তখনও জোস্নায় মগ্ন,
প্রেম নিবেদন বাকি।।
ভালোবাসায় মগ্ন সে ,
চাঁদ কে খুব ভালোবাসে।।
কত গল্প বোনে ,আর ছবি আঁকে।।
হঠাৎ এক রাত এলো ,
আকাশের চাঁদ হারালো ।
ব্যাকুল হয়ে খোঁজে তাকে ,
না জানি কত ছদ্মনামে তাকে ডাকে।
সাড়া না পেয়ে ভাঙে মন
শোকে ভেজে কিছুক্ষণ।
ওমনি ছুটে এল এক 'তারা'
জানালো আজ কালোরাত ।
এই রাতে কাছে থাকে না
আকাশেরও চাঁদ।।

